দেড় কোটি টাকার নকল সিগারেটসহ ঈশ্বরদীতে ৮জন গ্রেফতার

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির বিভিন্ন নাম দিয়ে নকল কারখানায় সিগারেট তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পুলিশ ১ কোটি ৫২ লাখ টাকা সমমূল্যের নকল সিগারেটসহ আটজনকে আটক করেছে।

ঈশ্বরদী থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, দিয়াড় বাঘইল এলাকায় একটি গুদাম ভাড়া নিয়ে আটককৃতরা ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির স্টার, বেনসন অ্যান্ড হ্যাজেস, মিশন ওয়ান, গোল্ডলিফ, শকসহ বিভিন্ন ব্যান্ডের সিগারেট নকল করে বাজারজাত করে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে সিগারেট বানানোর ফিল্টার, রড, কাটিং তামাক, সিগারেট তৈরির মেশিনসহ তাদের আটক করে।

আটককৃতরা হলো- কুষ্টিয়া হাউজিং সি ব্লকের রফিকুল ইসলাম লাবলু, কুষ্টিয়া মঙ্গলবারী এলাকার সঞ্জয় খান, মিরপুর থানার তালবাড়িয়া এলাকার রকিবুল ইসলাম, ভেড়ামারার সাহেব নগর এলাকার সোহেল, রংপুর সদরের বাহার বাছনা এলাকার  শামীম, রংপুর কাউনিয়া ভগিড়ায় মাহেরী এলাকার বরকত আলী, পাবনা সাধুপাড়ার পিন্টু ও ঈশ্বরদী পূর্ব টেংরী এলাকার আলম।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির অফিসার আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।