অতিথি সেজে বিয়ের আসরে ম্যাজিস্ট্রেট, বাল্যবিয়ের অভিযোগে ৩ জনের জেল-জরিমানা

প্রতিনিধি, বাগেরহাট: বাল্যবিয়ের অভিযোগে মোরেলগঞ্জে শুক্রবার তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

কনের বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ের আয়োজন করার দায়ে হবু বর শহিদুল ইসলাম (২৩), তার পিতা কেরামত আলী শিকদার (৬৫) ও কনের পিতা মোরেলগঞ্জের উত্তর সরালীয়া গ্রামের খলিলুর রহমান বেপারীকে (৫০) এ সাজা দেওয়া হয়।

জেল ছাড়াও সবার এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে প্রত্যেককে আরও একমাসের জেল খাটতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম সন্ধ্যায় বিয়ের আসরে যেয়ে বিয়ে ভেঙে দেন।

মো. আব্দুল হালিম জানান, নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছিল এমন খবর পেয়ে তিনি ওই ছাত্রীর বাড়িতে অতিথির বেশে উপস্থিত হন। পরে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ায় বর, তার পিতা ও কনের পিতাকে আটক করা হয়।

এ ঘটনার পর থেকে কাজী মো. আলতাফ হোসেন পলাতক রয়েছেন। তাকে আটক করার চেষ্টা চলছে বলে ইউএনও জানান।