বালু হত্যার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনুন: আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

প্রতিনিধি, খুলনা: খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন, শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু ছিলেন একজন উদার মানসিকতার সজ্জন ব্যক্তি। তিনি দলমত নির্বিশেষে সকলকে আপন মনে করে সাংবাদিক সমাজের নেতৃত্ব দেন। তার মতো ব্যক্তিকে যারা হত্যা করতে পারে তারা মানবতার শত্রু। অবলিম্বে বালু হত্যার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় খুলনার সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

রোববার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি গেীরাঙ্গ নন্দীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সাংবাদিক নেতা শেখ আবু হাসান, মো. শাহ আলম,আলহাজ্ব আবু তৈয়ব,এস এম জাহিদ হোসেন,কাজী মোতাহার রহমান, মাহবুব-উল-আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মামুন রেজা, সোহরাব হোসেন, তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নকৌশিক দে বাপ্পী প্রমুখ। সভায় বিপুল সংখ্যক গণমাধ্যমের কর্মী উপস্থিত ছিলেন।