কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলায় শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।  সকালে বর্নাঢ্য র‌্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে। এরপর কুলাউড়া জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবার আদিবাসী দিবসের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো “আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ”।

kulaura rally on international day for indigenous peopleআন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি কুলাউড়ার আয়োজনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সভাপতি প্রত্যুষ আশাক্রার সভাপতিত্বে এবং হিরামন তালাংয়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল মতিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিজয় এন ডি ক্রুজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন আহমেদ, কমরেড খন্দকার লৎফুর রহমান, তোফাজল সোহেল, আব্দুল করিম কিম, আসম সালেহ সোহেল, গৌরা দে, জাবেদ বিন সিদ্দিক, জন মন্টু পালমাসহ অন্যরা।