ভূমি জোনিং নিয়ে মধুপুরে কর্মশালা

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে জাতীয় ভূমি জোনিং প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুকতাদির আজিজের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরামর্শক ড. মো. খায়রুল আলম।

land zoning workshop in Madhupurআলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হযরত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আজিজুল হক লুলু, ইউপি চেয়ারম্যান এ্যাড. ইয়াকুব আলী, সাদিকুল ইসলাম, বন কর্মকর্তা মো. খসরু আলমসহ অন্যরা।

সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।