প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুন নাহার সুমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ সময় তাকে বহনকারী গাড়ির চালক সোহেল উদ্দিনও কিছুটা আহত হন। আজ (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে নিজ কার্যালয়ে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করেছেন। তবে গাড়ির ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি শনিবার বিকেলে লক্ষ্মীপুর থেকে গাড়ি নিয়ে চট্টগ্রামে তার স্বামীর সঙ্গে দেখা করতে যান।