বটিয়াঘাটা ইউএনওর প্রত্যাহার চেয়ে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধি, খুলনা: বটিয়াঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের মিথ্যা মামলা, হয়রানি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও কারণ ছাড়াই অর্থ জরিমানার প্রতিবাদে এবং তাকে প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন পালন করেছেন সাংবাদিকরা।

গতকাল (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে খুলনা জেলার নয়টি উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশ নেন।

protest against batiaghata uno
বটিয়াঘাটা ইউএনওর প্রত্যাহার চেয়ে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কৌশিক দের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি মামুন রেজা, এমইউজে’র সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, সাংবাদিক নেতা মোজাম্মেল হাওলাদার, সোহরাব হোসেন, সামছুজ্জামান শাহীন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কয়রা প্রেসক্লাবের হারুনুর রশিদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা প্রমুখ।

খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, নগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান এ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অমল সাহা, আবু তৈয়ব, বিএফইউজে’র সদস্য হুমায়ূন কবিরসহ সাংবাদিক নেতারা।

ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি, খুলনা টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মানবাধিকার বাস্তবায়ন কমিটি, সাম্যবাদী দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, একজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এলাকাবাসী বটিয়াঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন করে। এ প্রতিবাদের সংবাদ প্রকাশ করায় ইউএনও নানা ছুতোয় সাংবাদিকদের হয়রানি করা শুরু করেন। ইউএনওর আতঙ্কে বটিয়ঘাটা সাংবাদিক শূন্য হয়ে পড়ে।

এ সংক্রান্ত সংবাদটি পড়তে পাশের লিংকে ক্লিক করুন: ইউএনও আতঙ্কে বটিয়াঘাটা সাংবাদিকশূন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.