জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছিয়ার খালে র্যাব-৮ ও বনদস্যু সাগর-সৈকত বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধান আক্কাস নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, র্যাব সদস্যরা বনের গহীনে নিয়মিত টহল দেওয়ার এক পর্যায়ে বুধবার ভোরে বনের আমগাছিয়ার খালে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া বনদস্যু সাগর-সৈকত বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাহিনীর প্রধান আক্কাস ওরফে রহিম ওরফে জামাই।
পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। বনদস্যুর লাশ ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব। তবে তাৎক্ষণিকভাবে নিহত বনদস্যুর পুরো পরিচয় জানাতে পারেনি র্যাব।