বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: নিষিদ্ধ সময়ে মেঘনায় ডিমওয়ালা মা-ইলিশ শিকারের অপরাধে লক্ষ্মীপুরের কমলনগরে তিন ভাইসহ পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জেলেদেরকে ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- উপজেলার চরজগবন্ধু এলাকার আবদুর রবের ছেলে মো. হারুন (৪০), মো. আলাউদ্দিন (৩৫) ও জাহের হোসেন (২৭) এবং একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে আবদুর রহমান (২৮) ও চৌধুরী মাঝির ছেলে মো. সফিক (২৫)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় নদীতে মাছ শিকারের সময় তিন কেজি মা ইলিশ ও দেড় হাজার মিটার জালসহ পাঁচ জেলেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দেন।
তিনি আরও জানান, আটককৃত মাছগুলো এতিমদের মাঝে বিতরণ এবং জালগুলোতে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জেলেদের দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে আজই কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ ১৫দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম হওয়ায় মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ শিকার নিষিদ্ধ রয়েছে।