প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে জাতীয় তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ অসংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, কে এন কে এস এর নির্বাহী পরিচালক অনিতা রায়, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, অগ্রদূত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন, মাদার এ্যাসোসিয়েশন এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইয়ামীন আলী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, মাই টিভির বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ, এইড এর প্রোগ্রাম অফিসার আ. হালিমসহ অন্যরা।