আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (মযমনসিংহ): ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা যুবলীগ। তাকে উপজেলায় যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এসব ঘোষণা দেয় যুবলীগ নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল মুক্তিযুদ্ধবিরোধী পরিবারের সন্তান। তার বাবা বাতেন মৌলভি, নানা আনিছুর রহমান মৌলভি থানা শান্তি কমিটির চেয়াম্যান, মামা মুর্শিদল হাসান সুবাইলি, চাচা শামছু রাজাকার একাত্তরের লঞ্চঘাটা বধ্যভূমির জল্লাদ ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র করছেন ওবায়দুল্লাহ আনোয়ার। গত ১৭ অক্টোবর জেলার সান্দিয়াইন গ্রামে তার বাড়িতে মতবিনিময় সভার নামে উপজেলার জনপ্রিয় সাবেক এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ ও স্থানীয় এমপির বিরুদ্ধে বিষোদগার করার সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়।
সংবাদ সন্মেলনে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফ উদ্দিন বাদল ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে উপজেলার যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
সংবাদ সন্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহদি হাসান সানিল, সাধারণ সম্পাদক শরীফ মন্ডল।
এর আগে ১৭ সেপ্টেম্বর তার বাড়িতে ছাত্রলীগের মতবিনিময় সভা চলাকালে আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লা আনোয়ার বুলবুল প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হন।