আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ী-নান্দিনা সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটির নির্মাণ কাজে প্রায় সাত কোটি টাকা ব্যয় হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি-২) এর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক-আইডিএ এর অর্থায়নে ছয় কিলোমিটার সড়কটি পাকা করা হচ্ছে।
আগামী বছরের ৩০ নভেম্বরের মধ্যে সড়কটির কাজ শেষ হওয়ার কথা। সড়কটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির আন্তরিক প্রচেষ্টায় সড়কটির নির্মাণ কাজ আলোর মুখ দেখতে পেয়েছে বলে জানান স্থানীয়রা। নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধান করছেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান।
গত ১০ অক্টেবর র সন্ধ্যায় ধনবাড়ী বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মো. আব্দুর রাজ্জাক সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, আওয়ামী লীগ নেতা প্রবীন সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।