মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতিতে গাঁজা বিক্রির অপরাধে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন এমরান হোসেন (৪৬) ও তরিকুল ইসলাম (২৪)। তারা উভয়েই রামগতি উপজেলার সমবায় এলাকার বাসিন্দা।
রোববার বিকেল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রবিউল হাছান এ রায় দেন।
এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার সমবায় এলাকা থেকে তাদের আটক করে রামগতি থানা পুলিশ।