স্মরণ সরকার, রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগে ক্লিনিকটিতে ভাঙচুর চালিয়েছে প্রসূতির স্বজনরা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রসূতির বড় বোন শাপলা অভিযোগ করেন, গতকাল সকালে নগরীর কেদুর মোড়ের আসাদুজ্জামান শান্ত’র স্ত্রী স্বপ্না মোস্তারি বেগমের প্রসব দেনা ওঠে। এরপর তাকে নগরীর লক্ষ্মীপুর এলাকার স্পন্দন ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পরে ক্লিনিক কর্তৃপক্ষ সবকিছু ঠিকঠাক আছে বলে প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব করানোর কথা বলে। তাদের কথা অনুযায়ী শান্ত সিজার করাতে রাজি হন। এরপর প্রসূতি ও গাইনী বিভাগের চিকিৎসক নাসরিন আক্তার ডটিকে ডেকে নিয়ে এসে দুপুর আড়াইটার দিকে মোস্তারির অপারেশন করানো হয়। অপারেশন শেষে বিকেল চারটার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, নবজাতকটির গর্ভেই মৃত্যু হয়েছে। সিজারের পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবাদ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের আবার জানায়, সিজারের সময় সে মারা গেছে।
ক্লিনিক কর্তৃপক্ষের উল্টা-পাল্টা এমন কথায় ক্ষ্মুব্ধ হয়ে ওঠেন প্রসূতির স্বজনরা। তারা উত্তেজিত হয়ে ক্লিনিকটিতে ভাঙচুরও চালান।