রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

স্মরণ সরকার, রাজশাহী: মামলার স্বাক্ষী দিতে আসার পথে রাজশাহী নগরীর কোর্ট এলাকায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই চঞ্চল কুমার ম-ল নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমার ম-ল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ভান্ডারিগ্রামের কাঞ্চন কুমার ম-লের ছেলে। তিনি প্রধানমন্ত্রীর দফতরে এসপিবিএন’এ কর্মরত ছিলেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদুর রহমান জানান, চঞ্চল কুমার ম-ল মোটরসাইকেল যোগে রাজশাহী জেলা জজ কোর্টে যাচ্ছিলেন। এ সময় খাদ্য অফিসের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এএসআই চঞ্চল কুমার ম-ল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.