হাকিম বাবুল, শেরপুর: সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, গুলি আর একটি কেন্দ্র স্থগিতের মধ্য দিয়ে শেরপুরে তৃতীয় দফায় ২৩ এপ্রিল শনিবার সদর উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। এসব সংঘর্ষ থামাতে পুলিশ ৭০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আক্রাম হোসেন ও আঙ্গুর মিয়া (২৮) নামে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছে এবং আরও ৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আহতদের মধ্যে অনেকেই বুলেটবিদ্ধ হয়েছে।
এদিকে, কামারের চর ইউনিয়নের ৭ নং চর কেন্দ্রে বিকাল সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা চারটি ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়ায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, চরমুচারিয়া ইউনিয়নের লতারিয়া, চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর, বেপারিপাড়া, চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট, চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারের চর ইউনিয়নের সাহাব্দীরচর উত্তর, ৭ নং চর, নয়াপাড়া এবং বলায়েরচর ইউনিয়নের পাইকুরা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।