অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব সুন্দরবনে সকল পাস পারমিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জাহিবা হোসাইন, (মংলা) বাগেরহাট: পূর্ব সুন্দরবনে শুক্রবার সকাল থেকে সকল ধরনের পাস পারমিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিশেষ করে পূর্ব সুন্দরবনে একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বনে প্রবেশের সকল ধরনের পাস পারমিট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে বনে জেলে, মৌয়াল, বাওয়ালীসহ কোন ধরনের বনজীবী আর বনে প্রবেশ করতে পারবেনা। আর যারা পূর্ব থেকে পাস নিয়ে বনের ভিতর অবস্থান করছিল তাদের পাসও বাতিল করে বন থেকে বের করে লোকালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া বুধবার বিকেলে বনের তুলাতুলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার আদালতে বন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, সুন্দরবনে আগুন পুরোপুরি নিভে গেলেও শুক্রবার সকাল থেকে আবারো কোথাও কোথাও সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে। বনের কোথাও এখন আর আগুনের অস্তিত্ব না থাকলেও ধোঁয়া দেখা মাত্র সেখানে পানি ছিটিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত আনুমানিক প্রায় দেড় থেকে দুই একর বনভূমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জিপিআরএস দিয়ে মাপ চলছে মুলত কতটুকু বনভূমি পুড়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা পরবর্তীতে জানা যাবে। আগুন নিভে গেলেও সেখানে সার্বক্ষণিক তদারকির জন্য বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের নজরদারী রয়েছে।
এদিকে সুন্দরবন সন্নিহিত পাঁচ জেলার সাংবাদিকদের সংগঠন ‘সুন্দরবন সাংবাদিক ফোরাম’ এর আহবায়ক মো. মনিরুজ্জামান নসিম আলী ও সদস্য সচিব শেখ আহসানুল করিম সুন্দরবনে বার বার অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে লোক চলাচল ও বনের সব ধরনের সম্পদ আহরণ বন্ধ করাসহ এসব দুস্কর্মের সাথে জড়িত সব পক্ষকে দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই বাঁচবে সুন্দরবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.