প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার বৈকারী সীমান্তের ওপারে ভারতের কৈজুড়ি এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
সহযোগীরা তাকে উদ্ধার করে রোববার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার নাম আলমগীর কবীর। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গোলাম মোস্তফার ছেলে।

তবে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
আলমগীরের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তিনি সপরিবারে থাকেন সদর উপজেলার আলীপুর গ্রামের বাপের বাড়িতে। শনিবার বিকেলে চারজনকে নিয়ে তার স্বামী বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। রোববার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার স্বামীর ঘাড়ে গুলি লাগে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
বৈকারী বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, ঘটনা জানার পর কৈজুড়ি বিজিবি ক্যাম্পে টেলিফোন করা হয়। তবে তারা গুলির ঘটনা অস্বীকার করেছেন।