অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় পৌর যুবলীগ সভাপতি সুলতান মাহমুদকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার জেলা যুবলীগ এ শোকজ নোটিশ প্রেরণ করে।
জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, পৌর সভাপতির দায়িত্ব পালনকালে নাচোল সাবরেজিষ্ট্রার ফারহানা আজিজের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি প্রদান করায় সাবরেজিষ্ট্রার নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি সংগঠনের আদর্শ, চেতনার পরিপন্থি এবং এতে সংগঠনের ভাবমূর্তি মারাতœক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোকজে জানানো হয়েছে।
এর আগে ৭ সেপ্টেম্বর নাচোল পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ নাচোল সাবরেজিষ্ট্রি অফিসে চাঁদাবাজী করতে গেলে তার বিরুদ্ধে নাচোল থানায় মামলা হয়। ২০ দিন আগে মামলা দায়ের হলেও এবং নাচোল থানা সদরে পুলিশের সামনে ঘুড়ে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ ব্যাপারে নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদাবাজদের কোন দল নেই। তবে তার বিরুদ্ধে শীঘ্রই ব্যাবস্থা নেওয়া হবে।