বাগেরহাট প্রতিনিধি: অবশেষে বাগেরহাট সদর হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নতুন এ্যাম্বুলেন্স পাওয়া গেছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করেছেন এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। এ উপলক্ষে সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডা. আবু দাউদ, চেম্বারের সাবেক সভাপতি সরদার আনসার উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, ডা. মশিউর রহমান, ওসি মিজানুর রহমান প্রমুখ।

প্রায় ১৭ লক্ষ লোক অধ্যুষিত বাগেরহাট সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে এ্যাম্বুলেন্স সংকট ছিলো। এ্যাম্বুলেন্সটি পাওয়ায় রোগী পরিবহন সেবা বৃদ্ধি পবে।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন চিকিৎসক সংকটও দ্রুত সমাধান হবে। প্রধান অতিথি আলহাজ্জ্ব মীর শওকাত আলী বাদশা গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল ও ক্লিনিকে উন্নতমানের ওষুধ সরবরাহ এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপনের কথা উল্লেখ করে বলেন, স্বাস্থ্যসেবায় এ সরকারের সাফল্য অনুসরণীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতির প্রশংসা করছে।
বাগেরহাটে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে, যা অচিরেই চালু হবে। এছাড়া বাগেরহাট জেলায় দ্রুত মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।