আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল):“আত্মকর্মী যুবশক্তি, টিকসই উন্নয়নের মূলভিত্তি” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে মঙ্গলবার জাতীয় যুব দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার স্বপ্না, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান তালুকদার, পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু প্রমুখ।