সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন।
এদের মধ্যে তিন জনের যাবজ্জীবন ও ৫৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দশ বছরের সাজা পাওয়া বাংলাদেশিদের কারাভোগের পর ওই দেশ থেকে নির্বাসিত করার সাজাও ছিল।
বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এসব অভিবাসীরা আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়। এ কারণে ২২ জুলাই দেশটির আইন অনুযায়ী তাদের সাজা দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ক্ষমার আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপতির নির্দেশের পর ইউএই’র অ্যাটর্নি জেনারেল ড. হামাদ আল শামসি সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং নির্বাসন শুরু করার আদেশ জারি করেছেন।