সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কবি মাহমুদুল হক ফয়েজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহমুদুল হক ফয়েজের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ  বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁকে ধানমন্ডির শংকরে আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল। শ্বাসকষ্ট দেখা দিলে  ১৭ অক্টোবর তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাঁকে ১৯ অক্টোবর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলীতে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদুল হক ফয়েজ।

পরে মাহমুদুল হকের লাশ নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরে তাঁর নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। আসরের নামাজের পর নোয়াখালী কোর্ট বিল্ডিং এলাকায় ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।

মাহমুদুল হক ফয়েজ মুক্তকন্ঠ,  প্রথম আলো, পাক্ষিক লোক সংবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতায় করেছেন। এছাড়া মুক্ত সাংবাদিক হিসেবে তাঁর লেখা বহু ফিচার ও নিবন্ধ সংবাদপত্রে প্রকাশিত হয়।

২০০০ সালে তিনি সাংবাদিকতায় ‘প্রাকৃতজন’ পুরস্কার পান।

ক্ষুদ্র পেশাজীবী নারীদের জীবনযাত্রা, স্থানীয় পর্যায়ে সৃজনশীল উদ্যোগ ইত্যাদি বিষয়ে গবেষণা করেন তিনি।

তিনি সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবেও কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.