মো. আফজাল হোসেন, দিনাজপুর: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দলদলিয়া এক কৃষকের জমির আধাপাকা ধান কেটে ফেলেছে প্রতিপক্ষরা।
এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেতদিঘী ইউনিয়নের ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. সারেজুল ইসলাম এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।
জমির মালিকানা নিয়ে আগে থেকে কোর্টে একটি মামলা চলমান ছিল।
থানায় দায়ের করা অভিযোগে সারেজুল ইসলাম উল্লেখ করেন ১৩ নভেম্বর সকালে এলাকার আবু ফাজেল, আফলাতুজ্জামান মিটু, আল আকসাফ লুডু, জাকিরুলসহ ১১ জনের একটি দল দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে জোর করে তার ৭০ শতাংশ জমির আধাপাকা ধান কেটে ফেলে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।
সারেজুল ইসলাম জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে গত বছর থেকে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
ধান কাটার ঘটনায় সারেজুল ইসলাম ১৪ নভেম্বর ১১ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।