অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকো।
বৃহস্পতিবার (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে এ সাক্ষাতের সময় তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সার্বিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফোর থট পিআর-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ও জাইকা প্রধান মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপনসহ শিল্পোন্নয়নে সহযোগিতার গুরুত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য সম্প্রসারিত সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও তানাকা আকিহিকো।