জমি নিয়ে শ্যামনগরে সংঘর্ষ, গুলিতে শিশুসহ আহত ৫

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামজীবনপুর ইউনিয়নের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন: আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) এবং আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

আহতদের পরিবারের দাবি, বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষ গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে।”

আটক চারজন হলেন: আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) এবং আব্দুল্লাহ আল মামুন (২০)। তাদের মধ্যে দুজনের বাড়ি পুরাতন সাতক্ষীরা এলাকায় এবং দুজনের বাড়ি সখিপুর এলাকায়।

ঘটনার অন্যতম পক্ষ শাহাজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে আটককৃত আশরাফুল ইসলাম দাবি করেন, “আমাদের পৈত্রিক জমি আব্দুল মালেক ও তার লোকজন জোর করে দখল করে রেখেছে। তাই আমরা জমি উদ্ধার করতে গেলে তারা হামলা চালায়। তবে কারা গুলি করেছে, তা আমি জানি না।”

পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।