বিচারব্যবস্থায় মধ্যস্থতার চর্চা বাড়াতে আইন পেশাজীবীদের প্রশিক্ষণ সম্পন্ন

দেশে মধ্যস্থতার চর্চা ও দক্ষতা বাড়াতে আইন পেশাজীবীদের অংশগ্রহণে দুই দিনের একটি প্রশিক্ষণ শেষ হয়েছে।

ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত আয়োজনে বিচারক, জেলা আইন সহায়তা কর্মকর্তা, আইনজীবী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৫০ জন অংশ নেন।

বুনিয়াদি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যস্থতা প্রক্রিয়া, আন্তর্জাতিক কৌশল ও বাস্তব প্রয়োগ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এতে বক্তৃতা ও ভূমিকাভিনয় পদ্ধতিতে প্রশিক্ষণ পরিচালিতা হয়।

মূল প্রশিক্ষক ছিলেন জাপানের অভিজ্ঞ মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক ইরিয়ে হিদেয়াকি। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

প্রশিক্ষণটি বাস্তবায়িত হয়েছে জাইকা, আইন ও বিচার বিভাগ (এলজেডি) এবং জেএটিআই-এর যৌথ অংশীদারিত্বে পরিচালিত অ্যাকসেস টু জাস্টিস (এটুজে) প্রকল্পের আওতায়।

২০২৪ সালের এপ্রিল থেকে চলমান এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ২৪০ জন বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তা মধ্যস্থতা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে এলজেডি সচিব শেখ আবু তাহের বলেন, “মধ্যস্থতায় নিয়ম-কৌশলের পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।”

জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “বিচারপ্রক্রিয়া সংস্কার একটি জাতীয় অগ্রাধিকার। এই প্রশিক্ষণ ন্যায়সঙ্গত, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বিচারপ্রাপ্তির পথ প্রশস্ত করবে।”

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্প্রতি সংশোধিত ‘লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্ট’-এ অন্তর্ভুক্ত ‘স্পেশাল মিডিয়েটর’ হিসেবে ভূমিকা রাখতে পারবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

প্রেস বিজ্ঞপ্তি