সাতক্ষীরা প্রতিনিধি: নারী ও শিশুসহ ভারতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিজিবির বরাত দিয়ে সাতক্ষীরা থানার ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ হাকিমপুর ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
পতাকা বৈঠকে বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম অংশ নেন। বৈঠক শেষে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিতা মণ্ডল (২৯) ও মেয়ে সুপর্ণা মণ্ডল (৬), খুলনার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূর নবী গাজী (৪০), তার স্ত্রী মুরশিদা খাতুন (৩৫), ছেলে আলম গাজী (১২) ও মেয়ে হালিমা পারভীন (৯), একই গ্রামের মেহেরালী ঢালী (৬০), তার স্ত্রী তহমিনা খাতুন (৫৫) ও মেয়ে রিনা পারভীন (২০)। এছাড়া রয়েছেন একই উপজেলার পাটাখালী গ্রামের আনিসুর রহমান (৩৬), তার স্ত্রী মায়মুনা খাতুন (৩০), ছেলে মুস্তাকিম (১০) ও মেয়ে তানিয়া খাতুন (৭), যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের দীপু মণ্ডল (২৩) এবং শরীয়তপুর জেলার আমেনা আক্তার (২২)।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে নায়েব সুবেদার মো. আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওসি (অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, যাচাই-বাছাই শেষে হস্তান্তরকৃতদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।