বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত

এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টার আগেই মারা যান তিনি।

হায়াত উদ্দিন
হায়াত উদ্দিন

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান জানান, “সন্ত্রাসীদের হামলায়  সাংবাদিক ও বিএনপির নেতা হায়াত উদ্দিন নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। হত্যাকারী ও ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।”

পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে।