জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের কৈখালী এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রফিকুলকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এ এম রাহাতুজ্জামান জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপরহণের পর মুক্তিপণ আদায়ের জন্য পশ্চিম সুন্দরবনের কৈখালী খালে আটকে রেখেছে বলে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রফিকুল ইসলাম (৪০)।
রফিকুল বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আটক বনদস্যুকে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।