বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ করল গফরগাঁওয়ের ১০ হাজার শিক্ষার্থী

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ ও বঙ্গবন্ধুকে জানো প্রতিযোগিতা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । এ প্রতিযোগিতার আওতায় ইতোমধ্যে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ করেছে এবং তারা বইটির ওপর মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে গত ২৫ আগস্ট  থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদরের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চূড়ান্ত প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

know bangabandhu copetetion in gagargaon
বঙ্গবন্ধুকে জানো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মশাখালী স্কুলের শিক্ষার্থীরা।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, উদ্বোধন করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। উপস্থিত থাকবেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, মেডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুস সালেহীন, দেশের খবরের সম্পাদক ও চ্যানেল আই-এর বার্তা সম্পাদক মীর মাসরুর জামান প্রমুখ।

প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠের মাধ্যমে উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে উন্মোচিত হয়েছে বাঙালি জাতির ইতিহাসের অনেক অজানা কাহিনী।

স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, এটি একটি আন্দোলন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আন্দোলন। ক্রমেই এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.