এম. সুরুজ্জামন, শেরপুর: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কোনো ম্যাজিক, আলাদিনের চেরাগ বা চাবিকাঠির প্রয়োজন নেই। প্রয়োজন সদিচ্ছা। দুর্নীতি রোধ করতে হলে চারটি ক্ষেত্রে পরবর্তন আনতে হবে। প্রথমত রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, দ্বিতীয়ত যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তৃতীয়ত জাতীয় শুদ্ধাচার কৌশল কাজে লাগিয়ে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে এবং চতুর্থত জনগণকে সক্রিয় হতে হবে।
তিনি আজ (১৪ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সভায় তিনি আরো বলেন, আমাদের কিছুটা অগ্রযাত্রা হয়েছে। কিন্তু এ অগ্রযাত্রা যথেষ্ট নয়। যখন বড় বড় দুর্নীতির বিচার হয় না, তখন ছোট ছোট দুর্নীতি বেড়ে যায়। উন্নতির পথে বড় বাধা দুর্নীতি।
সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সনাক সদস্য কোহিনূর রুমার সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মতবিনিময় সভা আয়োজন উপ-কমিটির আহবায়ক জোবায়দা খাতুন।
মতবিনিময়ে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, পৌর মেয়র আনোয়ার হোসেন, সদস্য রহিমা খাতুন, সাবেক সনাক সভাপতি মাহফুজুর রহমান, এমএ হাকাম হীরা, সাংবাদিক আব্দুল মান্নান সোহেলসহ অন্যরা।