শেরপুরে কলেজ ছাত্রী হিমু হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে কলেজ ছাত্রী গৃহবধু নুরাণী আক্তার হিমু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে সহপাঠীরা। শেরপুর সরকারি কলেজ চত্বরে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক সহপাঠী অংশ নেয়। এতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.কে.এম.রিয়াজুল হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক মো.সারওয়ার জাহান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুর রউফ।

Sherpur Pic-1
শেরপুরে কলেজ ছাত্রী হিমু হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করে সহপাঠীরা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে কলেজ ছাত্রী হিমু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনি স্বামীর উপযুক্ত শাস্তি দাবি করেন। পরে একই দাবিতে নিহত কলেজ ছাত্রীর সহপাঠীরা জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী নুরানী আক্তার হিমুর (২৫) লাশ ৮ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে শহরের রঘুনাথ বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে বহন করা অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত হিমুর পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে জুয়াড়ি স্বামী সাইদ মিয়া নির্যাতন করে তাকে হত্যা করেছে। এ ঘটনায় কলেজ ছাত্রী হিমুর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার বাসিন্দা হিমুর স্বামী সাহেদুজ্জামান সাইদ মিয়াকে ও আব্দুল জলিল নামে আরেকজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.