প্রতিনিধি, মংলা: সুন্দরবনসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকা থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এ এম রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড সদস্যরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাজুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত চামড়া পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।