প্রতিনিধি: গোপালগঞ্জ: মুকসুদপুরে ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তুম আলী মোল্লা মুকসুদপুরের চৌরঙ্গিতে এই মেলার উদ্বোধন করেন। গোপালগঞ্জের অতিরিক্ত সহকারী কর কমিশনার একেএম মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান, সমাজসেবক আহজ্জাদ মহসিন খিপু, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, ব্যবসায়ি মিজানুর রহমান মন্টু। মেলায় এলাকার চাকরিজীবী, ব্যবসায়ীসহ করদাতারা উপস্থিত থেকে আয়কর রির্টান দাখিল করেন।
মুকসুদপুরের ইতিহাসে এই প্রথম উপজেলা পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়ায় মুকসুদপুরের নতুন করদাতাদের অভিনন্দন জানিয়েছেন এলাকার সন্তান কর কমিশনার মো. রুস্তুম আলী মোল্লা।
গোপালগঞ্জের অতিরিক্ত সহকারী কর কমিশনার একেএম মজিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তৃণমুল পর্যায়ে আয়কর দেয়ার আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে।