প্রতিনিধি, মংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শনিবার গভীর রাত থেকে রোববার দিনভর মংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত বয়ে যাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ বন্ধ রয়েছে। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সাগর-সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল হয়ে উঠায় শতশত জেলে নৌকা ও কয়েক হাজার জেলে-মাঝিমাল্লা সুন্দরবন সংলগ্ন সাগরপাড়ের দুবলার চরে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদ।