আজিজুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারের সময় বনকর্মীদের গুলিতে আহত কাঠ পাচারকারী বাছন আলী মারা গেছেন।
রোববার দুপুর ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বাছন রাজকান্দি গ্রামের এলাকার ইউপি সদস্য মছদ্দর মিয়ার পুত্র।
স্থানীয়রা ও প্রদক্ষদর্শীরা জানান, সিলেট বন বিভাগের কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের সংরক্ষিত বন থেকে কাঠ কেটে কাঠালকান্দি এলাকা দিয়ে পাচারের সংবাদ পেয়ে শনিবার সকাল ৯টার দিকে বনকর্মীরা কাঠালকান্দি এলাকায় কাঠ পাচারকারীদের ধাওয়া করে।
এ সময় রাজকান্দি গ্রামের বাছন আলী (২২), আমির আলী (২৪), নছির আলী (২০), আজির উদ্দিন (২৯), হালিম মিয়া (২৪) ও সুন্দর মিয়া (৩৫) নেতৃত্বে কাঠ পাচারকারীরা বনকর্মীদের ওপর হামলা করলে বনকর্মীরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে।
এতে হামলার নেতৃত্বকারী বাছন আলী, আমির আলী, নছির আলী, আজির উদ্দিন, হালিম মিয়া ও সুন্দর মিয়া গুলিবিদ্ধ হন।
পরে ঘটনাস্থল থেকে কাঠ পাচারকারীরা পালিয়ে গিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া বাছন আলীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।