রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীর আসপর্দ্দি এলাকায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসপর্দ্দি গ্রামের বাসিন্দা সেনা সদস্য মো. রফিক হোসেনের ছেলে আব্দুল্লাহ (২) সবার অগোচরে সোমবার দুপুরে বাড়ির পাশের খালে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্বজনরা ও এলাকার লোকজন অনেক চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলে আব্দুল্লাহকে খাল থেকে উদ্ধার করে। কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সদস্য পনির জানান, শিশুর মৃতদেহ বাড়ির ৫০ গজ দুর থেকে উদ্ধার করা হয়। কাউখালী স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।