প্রতিনিধি, শেরপুর: শেরপুরে এক লাখ ১৭ হাজার টাকার জালনোটসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ছয়ঘড়িপাড়া গ্রাম থেকে রোববার বিকেলে সাতপাকিয়া গ্রামের এমদাদ আলী ( ৪৫) ও লাভলু মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, জাল টাকা লেনদেন হয় এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ ক্রেতা সেজে ছয়ঘড়িপাড়া গ্রামের একটি বাড়িতে যায়। এ সময় পুলিশ ২৩৪টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে এবং প্রতারকদের গ্রেফতার করে।
শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, সম্ভবত কোরবানির ঈদকে সামনে রেখে একটি অসাধুচক্র ওই জালটাকা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।