এম.মিরাজ হোসাইন, বরিশাল: ফাঁসকৃত প্রশ্নে হওয়া মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে। কলেজ অধ্যক্ষ জানিয়েছেন আন্দোলনরতরা অবস্থান নিলেও ভর্তি প্রক্রিয়ায় কোনো অসুবিধা হয়নি।

অবস্থান করার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের প্রবেশদ্বারে তালা মেরে দিলে পরে কলেজ স্টাফরা তা ভেঙে ফেলে। তবে এ সময় ক্যাম্পাসে পুলিশ অবস্থান করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হিসাব রক্ষক মো. দুলাল।
এ বিষয়ে শেবামেকের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বলেন, কিছু শিক্ষার্থী এসে অবস্থান করেছে। তবে তারা বাঁধা দেননি আর কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তিনি আরো জানান, তাদের ১’শ ৯৭ আসনের বিপরীতে প্রতিদিন ২৫ জন এমবিএস এবং ২০ জন ছাত্র ডেন্টাল শাখায় ভর্তির প্রক্রিয়া অনুযায়ী আজ নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে। এতে কোন সমস্যা হয়নি।