ছাত্রদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ছাত্রদল নেতার চার হাত-পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে উপজেলার পাগলা থানার চাইরবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মানিক মিয়া (৩০) লংগাইর ইউনিয়ন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। বাড়ি লংগাইর ইউনিয়নের দত্তন্নপাড়া গ্রামে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ৫/৬ জনের একদল সন্ত্রাসী মানিক মিয়াকে চাইরবাড়িয়া বাজার এলাকা থেকে ধরে নিয়ে বাজার সংলগ্ন আলী অটো রাইস মিল এলাকায় এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে চার হাত-পা ভেঙে অচেতন অবস্থায় ফেলে যায়। স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

লংগাইর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.