মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঠানপাড়া গ্রামের হাছেন আলী হত্যার অভিযোগে বৃহস্পতিবার দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন।
একইসাথে দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের মো. মফিজ খা ও মো. ধান শরীফ। আসামি মফিজ খা পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নিহত হাছেন আলীর সাথে আসামিদের পূর্বশত্রুতা ও মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর আসামিরা হাছেন আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার দুই দিন পর ২৯ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাছেন আলী মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী শামছুন্নাহার বাদি হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৭ মে আদলতে অভিযোগপত্র দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদলত এই রায় দেন।