রেজাউল করিম বকুল, শেরপুর: ঝিনাইগাতীর বগাডুবিতে বাস আর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মন্দা বেগম (৪০) ও তার মেয়ে ঊর্মি আক্তার (৫)। নিহতদের বাড়ি উপজেলার বন্ধভাটপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মন্দা বেগম তার শিশুকন্যাসহ অটোরিকশায় চড়ে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঝিনাইাগাতী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা মন্দা বেগম ও ঊর্মি মারা যায়।
পরে আশপাশের লোকজন এসে নিহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাস আটক করলেও অটোরিকশাচালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।