প্রতিনিধি, রাজশাহী: শিল্প-কারখানায় পিছিয়ে আছে রাজশাহী। সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলোও এখন ধুঁকছে। তবে এরই মাঝে আশার আলো হয়ে গড়ে উঠছে গার্মেন্টস কারখানা। ঢাকা, চট্রগ্রামের আদলে গড়ে ওঠা কারখানাটি চালু হলে কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের। রাজশাহীর বিসিকে গার্মেন্ট কারখানাটি চালু করতে যাচ্ছে এনা গ্রুপ।
রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় ‘সাকোয়াটেক্স’ নামের গার্মেন্ট কারখানাটি গড়ে উঠছে। এরই মধ্যে কারখানাটির ৬ তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। কারখানাটি গড়ে তুলতে জাপানের সিমা সেইকি কোম্পানি থেকে ক্যাকার্ড ও কেনিটিং মেশিন আমদানির করছে এনা গ্রুপ।
এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচারক ড. মোসলেহ উদ্দিন জানান, তাদের কারখানাটি হবে রাজশাহী তথা উত্তরাঞ্চলের সর্বপ্রথম বৃহৎ গার্মেন্ট কারখানা। এখান থেকে বর্তমানে প্রতিমাসে প্রায় দেড় লাখ সোয়েটার উৎপাদন করা সম্ভব হবে। যা পর্যায়ক্রমে ১০ লাখ পর্যন্ত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যাবে।
এনা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এনামুল হক জানান, রাজশাহীতে বেকার সমস্যা প্রকট। শিল্প-কারখানার দিক থেকে এ বিভাগীয় শহর পিছিয়ে। বেকারত্ব দূর করতে তিনি এখানে গার্মেন্ট কারখানা গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। আগামী বছরের মাঝামাঝি গার্মেন্ট কারখানাটি উৎপাদনে যাবে।