সাতক্ষীরা প্রতিনিধি: সু-শাসনের জন্য নাগরিক (সুজন) “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অহিংস দিবস। কালিগঞ্জ উপজেলা মোড়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবসের পদযাত্রা
সুজন ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুজন কালিগঞ্জ শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কো-অডিনেটর সুকুমার দাশ বাচ্ছু, হাঙ্গার প্রজেক্টের জেলা গিয়াস উদ্দীন, সুশিলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সুজনের এ্যামসেডর ডাঃ শফিকুল ইসলাম বাবু, এ্যামবেসডর ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা সুলতানা, এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, উপজেলা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার প্রধান প্রধান সড়কে শান্তির পদযাত্রার মাধ্যমে কালিগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়। বক্তাগণ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর্šÍজাতিক অহিংস দিবস উদযাপনকে গভীর তাৎপর্যবহ বলে মন্তব্য করেন।