রেজাউল করিম বকুল, শেরপুর: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এর পৃষ্ঠপোষকতায় সুজন-সুশাসনের জন্য নাগরিক ও দি হ্যাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ যৌথ উদ্যোগে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করেছে।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় একটি শান্তির পথযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তায় মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল ছালেহ, ডেপুটি কমান্ডার শরাফত আলী, কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান, আজিজুর রহমান, সুজনের কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি শাহজাহান সিরাজ সাজু সরকার, তাতিহাটি ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আমীন সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, যায়যায়দিন প্রতিনিধি রমেশ সরকার, বাংলাদেশ সময় প্রতিনিধি আব্দুল বাতেন, স্বদেশ সংবাদ প্রতিনিধি এনামুল কবির প্রমুখ।