প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার টেটনাপাড়া ব্র্যাক স্কুলে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। রবিবার সকালে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের মু-মালা পৌর ও তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
অসুস্থ ৯ জনের মধ্যে সীমা (৭) ও বর্ষাকে (৯) মু-ুমালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া লক্ষ্মী (৯) মেহেদি (৯) ইউসুফ (৯), বৃষ্টি (৮) তানিয়া (৭) ফাহমিদা (৭) সুমনকে (৮) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তানোর টেটনাপাড়া ব্র্যাক স্কুলের শিক্ষক চন্দনা রাণী জানান, গতকাল সকালে স্বাস্থ্য সহকারী রুবিনা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কৃমির ট্যাবলেট খাওয়ার নির্দেশনা দেন। সে অনুযায়ী ১২ শিক্ষার্থীকে ট্যবলেট খাওয়ানো হয়। কিন্তু কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর স্কুলের মধ্যে একে একে ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তারা পেট ব্যাথা ও মাথাঘোরার কথা বলে। পরে ৯ শিক্ষার্থীই জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় তাদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
তানোরের মু-ুমালা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম জানান, গরমের মধ্যে খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।