আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মটরবাইকের ধাক্কায় কলেজ শিক্ষক সুশান্ত সরকার (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন মটরবাইকের তিন যাত্রী।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালিগঞ্জ-কদমতলা সড়কের শিববাড়ি গোয়ালপোতা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত সরকার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র সরকারের ছেলে ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুশান্ত সরকার শনিবার সন্ধ্যায় কদমতলা বাজার এলাকা থেকে বাইসাইকেলে আতাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি শিববাড়ি গোয়ালপোতা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির মটরবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই কলেজ শিক্ষক সুশান্ত সরকার নিহত হন।
মটরবাইকে থাকা তিন আরোহী আহত হন। আহত অবস্থায়ই তিনজন মটরবাইক রেখে দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহত কলেজ শিক্ষক সুশান্ত সরকারের মৃতদেহ ও রেখে যাওয়া মটর বাইক উদ্ধার করে।