স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ধর্মযাজক লুক সরকার (৫২)। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী বিমান বন্দর সড়কের পাশে ধর্মযাজকের বাসায় মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত আসে এবং তাকে হত্যার চেষ্টা করলে স্ত্রীর চিৎকারে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ওবায়দুল ইসলাম (২৮) নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার ভোরে আওতাপাড়ায় তার গ্রমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আবু ওবায়েদ ওই গ্রমের জনৈক আবু সামাদের পুত্র।
সোমবার রাতেই লুক সরকার তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেল, স্যান্ডেল ও ছুরির কভার আলামত হিসেবে জব্দ করে।
রাজশাহী হতে আগত সিআইডি ক্রাইম টিমের পরিদর্শক এনামের নেতৃত্বে একটি একটি তদন্ত দল তদন্ত চালাচ্ছে।
হামলার পর চরম উৎকন্ঠার মধ্যে ওই পরিবার দিন কাটাচ্ছেন বলে জানান তারা। পাবনা র্যাব-১২ এর একটি টিম ও আইনশৃংখলা বাহিনীর লোকজন বিশেষ নজরদারি করছেন বলে তারা জানিয়েছেন।
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে তার ভাড়াটিয়া লুক সরকারের ড্রইংরুমে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তাঁর গলায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে তিনি এখন আশংকামুক্ত।
লুক সরকারের স্ত্রী পদ্মা সরকার জানান, তাঁর স্বামী খ্রিষ্টান মিশনের গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনের সাথে সাথে বাসায় হেমিও চিকিৎসার প্র্যাকটিস করতেন। প্রতিদিনের মতো আজও তিনি বাসায় বসে বাইবেল পাঠ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ট১১-৯০৫৪) তিন যুবক বাসায় ঢুকে ধর্মপাঠ শোনার কথা বলে ড্রইংরুমে বসে। তিনি পাশের ঘরে গেলে ওই যুবকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ছুরিকাঘাত করে।
এ সময় স্বামীর চিৎকার শুনে তিনি দরজা দিয়ে ড্রইংরুমে প্রবেশ করলে ওই যুবকেরা দৌড়ে পালিয়ে যায়। কেয়ারটেকার আজগর জানায়, যুবকদের পেছনে ধাওয়া করে সে একজনকে জাপটে ধরে। কিন্তু অন্যরা তাকে ছাড়িয়ে নিয়ে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় বাড়ির সামনে অনেক লোক জড়ো হলেও যুবকদের হাতে অস্ত্র থাকায় কেউই সামনে যেতে সাহস করেননি।