আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক হযরত বেল্লালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার বিকেলে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ১৮ এপ্রিল ওই শিশুকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে হযরত বেল্লাল।
এ ঘটনায় ২১ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে ধনবাড়ী থানার মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি একেএম নাসিমুল আক্তার।